খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ০৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনী লড়াইয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মো: হারুন মিয়া।
শনিবার (২১ডিসেম্বর) দুপুরের দিকে হারুন মিয়ার পক্ষে মাটিরাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোঃ ইসমাইল হোসেন (ইসমাইল খলিফা) এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবদুল মালেক, মনি কুমার দে, রিপ্রু মারমা, রুবেল হোসেন প্রমুখ।
এ সময় ইসমাইল হোসেন এর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা এই প্রতিবেদনকে জানান, আমরা ৭নং ওয়ার্ডবাসীদের মতামত নিয়েই ফরম সংগ্রহ করতে এসেছি। যে মানুষটি বিভিন্ন সময় অত্র এলাকার মানুষের সুখে-দুখে কাজ করবে, যার মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারন করে মানুষের সেবা করার মানসিকতা রয়েছে এবার আমরা তাকেই নির্বাচিত করবো।
তারা মনে করেন প্রার্থী হিসেবে হারুন মিয়া বঞ্চিত ৭নং ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করবে। তার হাত ধরেই বদলে যাবে ৭ ওয়ার্ডের উন্নয়ন চিত্র।
একই দিন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা পৌরযুবলীগের দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জুয়েল চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রসঙ্গত, মাটিরাঙ্গা পৌরসভার ৭ ওযার্ড কাউন্সিলর মোঃ আবুল হাশেম ভুইয়ার অকাল মৃত্যুতে ওয়ার্ডটির জনপ্রতিনিধি শূন্য হয়ে যায় তাই নির্বাচন কমিশন স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (৩) অনুযায়ী মাটিরাঙ্গা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে গত ১৮ ডিসেম্বর ২০১৯ উপ-নির্বাচনের তফসীল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার।
বাংলাধারা/এফএস/টিএম













