খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলা প্রশাসকের উদ্যােগে মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি বালা এিপুরা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ওয়ালী উল্লাহর হাতে এ ক্রীড়া সামগ্রী তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরনের সময় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:মনিরুজ্জামান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, উপজেলা রির্সোস ইন্সস্ট্রাক্টর মো:আসগর হোসেন, মাটিরাঙ্গা পৌর সভার ৯নং ওয়ার্ড আ,লীগের সভাপতি মো:আব্দুল ওয়াদুদ উপস্হিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা থাকলে সমাজের খারাপ কাজ থেকে বিরত থাকবে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসক মহোদয় প্রতাপ চন্দ্র বিশ্বাস খাগড়াছড়ি জেলাতে যোগদানের পর থেকে নিয়মিত কাজের পাশাপাশি স্থানীয় ক্রীড়া উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখছেন। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন।
ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল- ফুটবল ৬টি, জার্সি ৩সেট, কাব শিক্ষার্থীদের জন্য ড্রামসেট ১টি ভলিবল-নেট, ব্যাটমিন্টন র্যাকেট-নেট-সাটেল কর্ক, হ্যান্ডবল, ক্যারাম বোর্ড, ক্রিকেট ব্যাট-বল, ব্যাটিং প্যাড-গ্লাভস, ইউকেট কিপিং প্যাড- গ্লাভস, হেলমেট, নাচের গহনা ৪সেট, ঘুঙ্গুর ৪সেট, হারমোনিয়াম ১টি, তবলা ১সেট, দাবা ৭ সেট ইত্যাদি।
বাংলাধারা/এফএস/টিএম













