২ নভেম্বর ২০২৫

মাটিরাঙ্গা মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২১নভেম্বর) সকাল ১১টার দিকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. মনির হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত মো. শাহানুর আলম, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রুপঙ্কর চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্ল্যাহ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা, বর্নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনসুর আলী, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল হাশেম প্রমুখ।

সভায় বক্তারা উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা বেশির ভাগ অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেন। এসময় বিভিন্ন কর্মসূচী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচীর মধ্যে রয়েছে ভোরে মুক্তিযোদ্ধা ফিডম স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮ টায় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

বিজয় দিবসের প্রস্তুতি সভায় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ