২৫ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘মুজিববর্ষের অঙ্গীকার, মাদক রুঁখবে খেলোয়াড়’ এই স্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি মো. হেদায়েত উল্ল্যাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে গুইমারা উপজেলা একাদশ বনাম মাটিরাঙ্গা উপজেলা একাদশ,র মধ্যে খেলাটি অনুষ্টিত হয় খেলার শেষ পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলা একাদশ ১-০ গোলে গুইমারা উপজেলা একাদশকে পরাজিত করেন চ্যাম্পিয়ন হন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জান, মাটিরাঙ্গা উপজেলা রির্সোচ ইন্সুট্রাক্টার মো. আসগর আলী, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক সবুজ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি মো. হেদায়েত উল্ল্যাহ বলেন, মাদক সমাজ থেকে নিমূল করতে হলে সকলে এক সাথে কাজ করলে মাদক নির্মূল সম্ভব। বর্তমান যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই। তাই সবাই লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার দিকে মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।

বিজয়ী মাটিরাঙ্গা উপজেলা একাদশের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি মো. হেদায়েত উল্ল্যাহ।

আরও পড়ুন