খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী শান্তিপুর বিওপি এলাকায় দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনার সময় ০৮ টি গরু আটক করেছেন খেদাছড়া ৪০বিজিবির সদস্যরা। তবে এ ঘটনায় কোন ব্যক্তিকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার( ১৭মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন শান্তিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোশারফের নেতৃত্বে একটি দল গরুগুলো আটক করেন। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৫,২০,০০০ টাকা।
পলাশপুর জোন (খেদাছড়া ব্যাটালিয়ন) ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু পাচার করে নিয়ে আসছে চোরাকারবারীরা এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল শান্তিপুর বিওপি এলাকায় রাস্তার উপর টহলরত থাকা অবস্থায় চোরাকারবারী গরু নিয়ে আসছিল। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা গরুগুলো ফেলে পালিয়ে যায়। যা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
তিনি আরো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বর্তমানে গরুগুলো শান্তিপুর বিওপিতে রয়েছে। জব্দকৃত ভারতীয় গরুগুলো কাস্টম অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/এআর