১৯ ডিসেম্বর ২০২৫

মাঠের বাইরে সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক  »

অনুশীলনে বাঁ পায়ের গোঁড়ালিতে গুরুতর চোট পেয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর মূখ্য প্লেয়ার মোহাম্মদ সাউফউদ্দিন। চোট পাওয়া সাইফউদ্দিনকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এক্সরে রিপোর্ট দেখে জানা যাবে তিনি ব্ঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে পারবেন কি-না।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দ্বিতীয় দিনের অনুশীলনে এসেছিলেন সাইফউদ্দিন। অনুশীলনের শুরুতে ওয়ার্ম আপ সেশনে ফুটবল খেলেতে গিয়ে গোঁড়ালিতে গুরুতর চোট পান এই টাইগার পেস বোলিং অলরাউন্ডার। এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, আর মাত্র একদিন বাদে অর্থাৎ ২৪ নভেম্বর পর্দা উঠবে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপের। যেখানে উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন