ক্রীড়া প্রতিবেদক »
তিন মাসেরও বেশি সময় বিরতির পর মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। আজ রাতে রাউন্ড অব সিক্সটিনের ১ম লেগে পার্ক দেস প্রিন্সেসে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেইন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন পিএসজি তারকা লিওনেল মেসি। স্পিডস্টার কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা থাকলেও অনুশীলন করতে দেখা গেছে এই ফরাসি তারকাকে। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না পিএসজি’র। দলীয় কোন্দল, ফ্রেঞ্চকাপে মার্শেইয়ের কাছে হার, লীগ ওয়ানে মোনাকোর বিপক্ষে পরাজয় নতুন করে ভাবাচ্ছে পিএসজি কোচ গালতিয়েরকে। অন্যদিকে জার্মান জায়ান্টরা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত। বুন্দেসলিগার পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছে বাবারিয়ানরা।
এ পর্যন্ত চ্যাম্পিয়ান্স লিগে ১১ বার মুখোমুখি হয়েছে পিএসজি-বায়ার্ন। ফরাসিদের ৬ জয়ের বিপরীতে ৫ জয় জার্মানদের।
২০২০-২১ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল দুদল। প্রথম লেগে মিউনিখের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় পরের রাউন্ডে যায় ফরাসি জায়ান্টরা।
এর আগে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেবার ১-০ গোলে ফরাসিদের স্বপ্ন ভেঙে নিজেদের ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরেছিল বাবারিয়ানরা। বিপরীতে দলবদলের বাজারে কাঁড়ি কাঁড়ি অর্থ ঢাললেও এখনো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দেখা পায়নি ফরাসিরা।
নিজেদের ঘরের মাঠে কতটা অপ্রতিরুদ্ধ থাকতে পারবে ক্রিস্তফ গালতিয়েরের দল? সেই উত্তর সময় বলে দিবে।













