২৯ অক্টোবর ২০২৫

মাঠে ফিরেই উজ্জ্বল নাসির, খেললেন ১১৬ রানের ইনিংস

বাংলাধারা স্পোর্টস  »

সকল সমালোচনাকে তোয়াক্কা না করে মাঠের পারফরম্যান্সে ঠিকই উজ্জ্বল ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর মাঠে ফিরেই তুলে নিলেন সেঞ্চুরি। জাতীয় লিগের প্রথম রাউন্ডে ১১৬ রানের ইনিংস খেললেন নাসির।

অবশ্য বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ মাঠে গড়ানোর আগেই রান করার আভাস দিয়েছেন নাসির। নাসির বলেছিলেন, ‘এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু ছয়টি ম্যাচ, ছয় ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে।’

মাঠে নেমে নিজের কথা রেখেছেন নাসির। প্রথম রাউন্ডে মাঠে নেমে হাঁকালেন সেঞ্চুরি। গতকাল ৯৩ রানে অপরাজিত থাকা নাসির আজ বুধবার বিকেএসপিতে রংপুর বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে তুলে নেন শতক। ২১৮ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি।

এদিন দিনের শুরু থেকে সতর্ক ছিলেন সেঞ্চুরির দুয়ারে থাকা নাসির। এরপর সিঙ্গেল নিয়ে তুলে নেন শতক। কিন্তু শতরানে পৌঁছে কোনো উদযাপন করতে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। শেষ পর্যন্ত ১১৬ রানে থামেন তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন