৪ নভেম্বর ২০২৫

‘মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে কেন্দ্রের যোগাযোগ বাড়াতে হবে’

‘মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে কেন্দ্রের যোগাযোগ বাড়াতে হবে’

বান্দরবান প্রতিনিধি : মাঠ পর্যায়ে দলের সাথে কেন্দ্রীয় দলের যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন মনিটরিং সেলের প্রধান সমন্বয়ক কবির বীন আনোয়ার।

সোমবার (১৫ মে) দুপুরে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি দলের প্রত্যেক কার্যালয়গুলোকে ডিজিটালভাবে কার্যক্রম পরিচালনা চালাতে হবে। যাতে আগামী সংসদ নির্বাচনের আওয়ামীলীগের প্রচার প্রচারণার প্রসার ঘটে।

এর আগে জেলা আওয়ামিলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ডিজিটাল কার্যালয় শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন মনিটরিং সেলের প্রধান সমন্বয়ক কবির বীন আনোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের স্থাপিত ডিজিটাল সুবিধাসমৃদ্ধ কক্ষ থেকে সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরার পাশাপাশি প্রচার-প্রচারণা কার্যক্রম চালানো হবে বলে জানান দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর, পৌর শহর আওয়ামিলীগ সভাপতি শামসুল আলমসহ অঙ্গসংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন