১৭ ডিসেম্বর ২০২৫

মাতামুহুরীতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) বিকেলে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।

অকাল মৃত্যুর শিকার ছোটন বড়ুয়া (১৫) বড়ুয়া পাড়ার তাছু বড়ুয়ার ছেলে ও নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, বেলা দেড় ১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ছোটন। এসময় তার সাথে থাকা অন্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে স্থানীয় লোকজন নদীতে ডুবে থাকা অবস্থায় খোঁজ পেয়ে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নির্মল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ