কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু (৪৭) নামে সাবেক সেনা সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন মাতামুহুরী ব্রীজের উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ভুট্টুর লাশ উদ্ধার করে।
মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, মহসিন ভুট্টু সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। বেশ কয়েক বছর আগে চাকুরি থেকে অবসর নেন। কেন বা কিভাবে তার মরদেহ নদীতে এসেছে তা কেউ বলতে পারছেন না।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে মরদেহটি উদ্ধার করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করা হয়। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।












