বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর জামালখানের ইংরেজি শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘আশনি গ্লোবাল’র উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তৃতীয় বারের মতো আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা। এতে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিভাগে সর্বমোট ৩১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ফাল্গুনী চিংকু। আয়োজক ছিলো ‘আশনি গ্লোবাল’র শিশু-কিশোর সংগঠন ‘আশনি ওয়ার্ল্ড ফর কিডস’ এবং সহযোগিতায় ছিল ক্যারিয়ার সংগঠন ‘টিম আশনিয়ান’।












