২৮ অক্টোবর ২০২৫

মাদকের বিরুদ্ধে কঠোর হতে হবে : নোমান আল মাহমুদ

চট্টগ্রাম ৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ বলেছেন, ‘মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে থানা পুলিশ যেন কোন ধরনের কার্পন্য না করে। সে লক্ষ্যে পুলিশকে কাজ করতে হবে।’

বুধবার (২৬ জুলাই) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ সন্মেলন কক্ষ (স্বাধীনতা) হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা বলেন তিনি।

এমপি আরও বলেন, স্কুল কলেজ চলাকালীন সময়ে কোন ইভটিজিং, কিশোর গ্যাং কিংবা অনাকাঙ্ক্ষিত কোন ধরনের ঘটনা যাতে না ঘটে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো মামুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতিক সেন, পৌর মেয়র মো জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো রেজাউল করিম বাবুল, পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ডেপুটি জোনাল ম্যানেজার এ কে এম মাসুদুর রহমান, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান মো. মোকারম, মো. বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, কাজল দে, শফিউল আজম শেফু আব্দুল মান্নান মোনাফ প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের ও সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন