কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় সৈয়দ আলম ওরফে ভূট্টো (৪২) নামের এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেয়া দিয়েছেন আদালত। একইসাথে ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
দণ্ডিত সৈয়দ আলম ওরফে ভূট্টো কক্সবাজারের টেকনাফ পৌরসভার আউলিয়াবাদ এলাকার মৃত রাহমত হোসাইনের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অপর ৩ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।
রোববার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন একই আদালতের জেলা নাজির বেদারুল আলম।
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, অ্যাডভোকেট সৈয়দ আলম, অ্যাডভোকেট নুর সোলতান ও অ্যাডভোকেট মো. তানভীর শাহ মামলাটি পরিচালনা করেন।