২৩ অক্টোবর ২০২৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, চট্টগ্রামের ছাত্রনেত্রী ফাতেমা খানম লিজা বহিষ্কার

চট্টগ্রাম মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সংগঠন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

শনিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন জানান, “ফাতেমা খানম লিজার কর্মকাণ্ড জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম। এর কোনো সদস্যের এমন অসামাজিক ও দায়িত্বহীন আচরণ আন্দোলনের নীতি ও ভাবমূর্তি পরিপন্থী।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদার পক্ষে সোচ্চার একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে একজন নেতার ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলা ও দায়বদ্ধতা থাকা আবশ্যক। এই নীতিগত অবস্থান থেকেই ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

ফাতেমা খানম লিজা চট্টগ্রাম মহানগরের একজন পরিচিত ছাত্রনেত্রী ছিলেন। বৈষম্য, নিপীড়ন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সরব ভূমিকা ছিল তার। তবে সাম্প্রতিক বিতর্ক তার রাজনৈতিক ও সামাজিক অবস্থানে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন