বাংলাধারা প্রতিবেদন >>>
নগরীর বায়েজিদ থানা এলাকার উদার পাহাড় থেকে মো. আনোয়ার হোসেন নামে ৯ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতার আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের মো. আব্দুর রবের ছেলে। বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার ডেবারপাড় জামতলা এলাকায় বসবাস করেন।
ওসি প্রিটন সরকার জানান, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাসহ ৯ মামলার আসামি আনোয়ার হোসেনকে চাঁদাবাজি মামলায় শুক্রবার রাতে চন্দ্র নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই