২৪ অক্টোবর ২০২৫

মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা ও ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি »

টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড এলাকা হতে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ সেলিম (৪২) টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড এলাকার মৃত মো. রফিকের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাফিজুর রহমান বলেন, টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড এলাকায় মো. সেলিমের বাড়িতে মাদক মজুদের খবর পেয়ে বুধবার ভোররাতে অভিযান চালানো হয়। পুলিশ সেলিমের বাড়ির স্টিলের আলমারিতে মজুদ রাখা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করে। এসময় সেলিম কেও আটক করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন