৩১ অক্টোবর ২০২৫

মাদক ব্যাবসা মন্দা তাই অজ্ঞান পার্টিতে মামা-ভাগিনা

বাংলাধারা প্রতিবেদন »

হানিফ (৩৫) ও জুয়েল (২০) সম্পর্কে মামা-ভাগিনা। দুজনে মিলে নগরির বিভিন্ন স্থানে মাদক ব্যাবসা করে আসছিল বেশ অনেকদিন ধরে। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি মাদক মামলাও। তবে সাম্প্রতিক সময়ে দেশব্যাপি মাদক বিরোধী সাঁড়াসি অভিযানে একরে পর এক মাদক ব্যাবসায়ী বন্দুকযদ্ধে নিহত হলে মাদক ব্যাসায় নেমে আসে মন্দাভাব।

তাই বেঁচে থাকার তাগিদে মামা-ভাগিনা যোগ দিল অজ্ঞান পার্টিতে। তালিম নিল কিভাবে মানুষকে অজ্ঞন করে হাতিয়ে নিতে হয় সর্বস্ব। ঈদকে সামনে রেখে মাঠেও নেমে পড়েছিল মামা-ভাগিনা। তবে শনিবার (২০জুলাই) গভীর রাতে মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) একটি দল নগরীর চকবাজার থানাধীন দিদার মার্কেট এলাকায় অভিযান চলিয়ে জুয়েল ও হানিফকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক জুসের বোতল, চেতনা নাশক ওষুধ ও মলম উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দ পুলিশের উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ বাংলাধারাকে জানান, হানিফ কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার মৃত কাজেম আলির ছেলে আর জুয়েল নগরীর বাকলিয়া থানার আব্দুল লতিফ হাট এলাকার ওসমান গণির ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগিনা হলেও একসাথে মাদক ব্যাবসা করতো। সম্প্রতি তারা অজ্ঞান পার্টিতে যোগ দিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে এবিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।     

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন