২৫ অক্টোবর ২০২৫

মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাদক মামলায় রশিদুল ইসলামকে (২৮) নামে এক যুবককে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি রশিদুল কক্সবাজার জেলার টেকনাফ থানার হিলি এলাকার আবুল হোসেন বাড়ির বাসিন্দা।

জানা যায়, ২০১৪ সালের ২৫ জানুয়ারি নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার গ্রীন হোটেল সামনে থেকে রশিদুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ব্রজলাল চাকমা বাদি হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।

আরও পড়ুন