২৬ অক্টোবর ২০২৫

মাদক মামলায় ৫ বছরের দণ্ড তরুণীর

বাংলাধারা প্রতিবেদক »

নগরের কোতোয়ালী থানার মাদক মামলায় এক তরুণীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ৪র্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম খালেদা বেগম (২৭)। তিনি কক্সবাজার জেলার টেফনাফ থানার হ্নীলা এলাকার রঙ্গিখালী স্কুলপাড়ার দ্বীন মোহাম্মদের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২ নভেম্বর রাতে কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল বাকলিয়া সার্কেলের তপন কান্তি শর্মা বাদি হয়ে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২ নভেম্বর নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে রাতে খালেদা বেগমকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল বাকলিয়া সার্কেলের তপন কান্তি শর্মা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। আদালতে এ মামলায় ৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় খালেদা বেগম নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন