বাংলাধারা প্রতিবেদন »
মাদারবাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশির হামলায় মৃত্যু শর্য্যায় মোহাম্মদ শফি (৩৮) নামে এক মুক্তিযোদ্ধার সন্তান।
গত ২২ মার্চ পশ্চিম মাদারবাড়ী নুর আলী কমান্ডার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে শফির ছোট ভাই এনামুল হকের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা করে প্রতিবেশি ফারুক ও তার পরিবারের সদস্যরা। এসময় ছোট ভাইকে রক্ষায় শফি এগিয়ে এলে তাকে মাথায় আঘাত করে মারাত্মক জখম করে তারা। এতে রক্তাক্ত হয়ে জ্ঞান হারায় শফি। পরে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে শফিকে আইসিউতে ভর্তি করানো হয়। তার অবস্থা শংকটাপন্ন বলে জানান চিকিৎসকরা।
এনামুল হকের অভিযোগ, ছোট একটি সাজনার গাছ কাটা নিয়ে জিজ্ঞেস করায় ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র নিয়ে দুই দফায় হামলা করে ফারুক। এসময় বড় ভাই শফিকে মাথায় মারাত্মক আঘাত এবং ডান পায়ের হাঁটুতে ছুরিকাঘাত করে ফারুক ও তার ছোট ভাই আহমদ নবী। এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা করলেও এক সপ্তাহেও পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
যদিও সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ফারুকী জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে ঘটনার পরই আসামীরা পলাতক আছে। তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













