৩১ অক্টোবর ২০২৫

মাদার্শায় মিলাদ মাহফিলে স্বেচ্ছায় রক্ত দান ও ফ্রি খৎনা ক্যাম্প

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী ১৩ নং দক্ষিণ মাদার্শায় আল মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে আব্দুল নবী চৌধুরী জামে মসজিদের মাঠে দুই দিনব্যাপী ফাতেহা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রথম দিন ছিল স্বেচ্ছায় রক্ত দান, কর্ণছেদন, খতমে বোখারী। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ছিল ফ্রি খৎনা ক্যাম্প, খতমে কোরআন ও বাদে জুমা ২২ টি মসজিদে তবররুক বিতরন।

হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল্লামা কাযা মঈনুদ্দিন আশরাফী, প্রধান বক্তা ছিলেন গাজী আবুল কালাম বয়ানী,মুহাম্মদ সিরাজ উদ্দিন আল কাদের,আতাউর রহমান নঈমী,আবদুল মালেক আল ক্বাদেরী,আব্দুর রহিম আল ক্বাদেরী সহ এলাকার গণ্যমান্য প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় এক শত জনের অধিক রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করেন ও ত্রিশ জন শিশুকে ফ্রি খৎনা করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন