নিজস্ব প্রতিবেদক »
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
সোমবার (১০ এপ্রিল) বিকাল তিনটায় নগরীর উত্তর পতেঙ্গা, উত্তর মাইজপাড়া, শহীদ আল্লাহুম্মা সোলাইমান আল কাদেরী হাফেজিয়া মাদ্রাসা এবং উত্তর পতেঙ্গা কাঠগড় তা’লীমুল উম্নাহ তাহফিজুল কুরআন, সারাদিনের মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সকল খাদ্য সামগ্রীর মধ্যে অন্যতম ছিল চাউল, আলু পেয়াঁজ, ছোলা, চিনি সেমাই, ডিম, সয়াবিন তেল সহ আরও অনেক কিছু।
এ সময় উপস্থিত ছিলেন- উত্তর পতেঙ্গা মাইজ পাড়া শহীদ আল্লাহমা সোলাইমান আল-কাদেরী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন আল কাদেরী, উত্তর পতেঙ্গা কাটগড় মুসলিমা বাদতা’লীমুল উম্নাহ তাহফিজুল কুরআন, সারাদিনের মাদ্রাসা পরিচালক হাফেজ শামসুল আলম।
আরও উপস্থিত ছিলেন- নগর যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলা, দিদার আলম, ইয়াছিন আরাফাত, সাজিবুল ইসলাম সজিব, হেললা উদ্দিন, আরফিন ইরফান, রানা মোতালেব, নুর শরিফ রকি, আবির ইন্তিসার ইকু, সম্রাট আকবর,রাহাত, সজিব, জুয়েল আকবর, আবিদ হাসান, সুলতান ফাহিম, রবিউল হাসান, আল আমিন, জুনায়েদ, জালাল, রিয়াদ, মারুফ সহ আরো অনেকে।













