লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ তৌহিদ (২২) নামের এক হেফজখানার শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের সামনে ইলিয়াস বিল্ডিং থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
তৌহিদ উপজেলার চুনতি শমসু মেম্বার পাড়ার শামসুল ইসলামের পুত্র। সে বার আউলিয়া কলেজের সামনে ইলিয়াস বিল্ডিং এ অবস্থিত আল-কুরআনুল হাকীম আদর্শ হিফজ মাদ্রাসার শিক্ষক।
ওই মাদ্রাসার আরেক শিক্ষক মো. ইসমাঈল জানান, ঘটনার আগের দিন রাত ১০ টার দিকে ‘বলাৎকারের’ অভিযোগ এনে তৌহিদকে স্থানীয় কিছু লোক অপমান ও মারধর করেছে বলে আমাকে জানান। তখন আমি বাজারে ছিলাম। ঘুম থেকে সকালে ওঠে দেখি শিক্ষকের লাশ ঝুলে আছে। পরে আমি জমিদারকে খবর দিই।
স্থানীয়রা ধারণা করছে, শিক্ষক তৌহিদ বলাৎকারের অপমান সইতে না পেরে রাতে সবার অগোচরে আত্মহত্যা করেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদারকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেকে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
বাংলাধারা/এফএস/এএ













