বাংলাধারা ডেস্ক »
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে করোনার ২টি টিকা মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। দেশটিতে ফের একের পর এক করোনারোগী শনাক্ত হচ্ছে। যদিও আক্রান্তদের বড় অংশই বিদেশ ফেরত। এদের মাধ্যমে সেখানে দ্বিতীয় দফায় বড় সংক্রমণের (Second Wave)এর আশংকা করা হচ্ছে। আর এর প্রেক্ষিতেই টিকা ২টি প্রয়োগের অনুমোদন দেওয়া ঞয। খবর আল জাজিরার
প্রতিবেদনে বলা হয়েছে,টিকা দুটির উন্নয়ন ঘটিয়েছে বেইজিংভিত্তিক সিনোভেক বায়োটেক ও উহানের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এতথ্য নিশ্চিত করে জানিয়েছে, টিকা দুটির পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে যাওয়া হবে। টিকার কার্যকারিতা সফল হলে বিশ্বব্যাপী ব্যাপক উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
হংকং ইউনিভার্সিটির প্যাথলজির ক্লিনিক্যাল প্রফেসর জন নিকলস বলেন, এই সিদ্ধান্তটি খুবই সাহসী। হঠাৎ করেই মানবদেহে টিকা প্রয়োগ করা যায় না। প্রথমে ছোট প্রাণী, তার পর বনমানুষ, এরপর পর্যায়ক্রমে মানব শরীরে প্রয়োগ করতে হয়।
উল্লেখ্য, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসের অনুমোদিত কোনো টিকা নেই। সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার লোকের প্রাণহানি এবং প্রায় ২০ লাখ লোক আক্রান্ত হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে করোনাভাইরাসের টিকা তৈরি হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













