১৩ নভেম্বর ২০২৫

মানবিক সেবায় লায়ন্স ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান

লায়ন্স ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান-এর উদ্যোগে এবং লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান-এর সহযোগিতায় আজ সফলভাবে সম্পন্ন হয়েছে এক মানবিক সেবা কার্যক্রম।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র, উত্তর ফতেয়াবাদ, নন্দীরহাট, হাটহাজারী, চট্টগ্রামে।

এই সেবামূলক কার্যক্রমে দেবশিশুদের মাঝে বিতরণ করা হয়

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

শিক্ষা উপকরণ

রান্নার সামগ্রী

এই মহতিপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সম্মানিত জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, পিএমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন মোরশেদ চৌধুরী।

সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লায়ন প্রকৌ: ঝুলন কুমার দাশ, অধ্যাপক টিংকু চৌধুরী, জোন চেয়ারপারসন লায়ন বিপুল কুমার বল, ক্লাব কো-এডভাইজার লায়ন মামুনুর রশিদ, সেঞ্চুরিয়ান ক্লাব প্রেসিডেন্ট লায়ন অনুপ ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট অনিক চন্দ্র শীল, সাধারণ সম্পাদক লায়ন টিটন চৌধুরী, সদস্য লায়ন টুপন শর্মা সুমন, লায়ন সাজ্জাদ হোসেন, লায়ন শিমুল চন্দ্র দাস প্রমুখ।

লিও পরিবার থেকে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শওকত হোসেন, লিও ক্লাব ডিরেক্টর লিও মাঈনুল হাছান রিয়াদ, সভাপতি লিও তুহিন অভি এবং লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান-এর অন্যান্য সদস্যবৃন্দ।

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান পরিবারের পক্ষ থেকে জানানো হয় “এই সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং অসহায়দের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ