৪ নভেম্বর ২০২৫

মানিকগঞ্জে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা: গৃহশিক্ষক গ্রেফতার

বাংলাধারা ডেস্ক»

মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গৃহশিক্ষক রুবেল ওরফে রোমেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে রুবেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার রুবেল সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাঙ্গরা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। গৃহশিক্ষকতা ছাড়াও তিনি বেতিলা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসাবে কর্মরত ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত ) হানিফ সরকার জানান, রুবেল ওই ছাত্রীর গৃহশিক্ষক। প্রতিদিন সন্ধ্যায় তাকে বাড়িতে গিয়ে পড়ান। এই সুযোগে অনেক দিন ধরেই ওই ছাত্রীকে নানা ভাবে যৌন নিপীড়ন করে আসছিলেন। গত ৬ জুলাই সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও গোপানাঙ্গে আঘাত করেন গৃহশিক্ষক রুবেল।

তিনি বলেন, পরে ঘটনা কাউকে না জানাতে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখান। গত বুধবার প্যান্টে রক্ত দেখে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তার খালা। পরে তার কাছে পুরো ঘটনা খুলে বলে মেয়েটি। এর পর শিশুটির মা-বাবাও বিষয়টি জানাতে পারেন।

তিনি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত গৃহশিক্ষক রুবেলকে গ্রেফতার করে। শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন