৯ নভেম্বর ২০২৫

মানিকছড়িতে চোলাইমদসহ একজনকে আটক করেছে পুলিশ

মানিকছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ির মানিকছড়িতে পুলিশ এবং সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলার গাড়িটানা এলাকা থেকে ৯১ লিটার চোলাইমদসহ রাসেল ত্রিপুরা (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের ওয়ারেন্টে অফিসার মো. গোলজার হোসেন ও মানিকছড়ি থানার এসআই মো. আওলাদ হোসেন’র নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্সসহ মানিকছড়ি উপজেলাধীণ যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অফিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯১ লিটার চোলাইমদসহ রাসেল ত্রিপুরা নামে ঐ যুবককে আটক করে। সে ওই এলাকার পিতা মৃত বরেন্দ্র কুমার ত্রিপুরা ও মাতা বধু লক্ষী ত্রিপুরার ছেলে।

মানিকছড়ি থানার এসআই মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকটকৃতের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ