২৩ অক্টোবর ২০২৫

মানিকছড়িতে ৫ দিনব্যাপী মাশরুম চাষ-মোমবাতি তৈরি প্রশিক্ষণ শুরু

মানিকছড়ি প্রতিনিধি (খাগড়াছড়ি) »

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে মোমবাতি তৈরি ও মাশরুম চাষের পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলার সমবায় কার্যালয়ের আয়োজনে রোববার (২৯ মে) সকাল ১০টায় উপজেলার গচ্ছাবিল এলাকায় দি মারমা কো অপারেটিপ ক্রেডিট ইউনিয়নের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুইচিংপ্রু মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাবায় অফিসার আশীষ কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. আয়ুবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষক সহায়ক এম.জুলফিকার আলী ভূট্টো।

এসময় মোমবাতি তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন নিপু ত্রিপুরা এবং মাশরুম নিয়ে আলোচনা করেন আঁখি চাকমা। আলোচনার শেষে হাতে কলমে শিখানোর ব্যবস্থা করা হয়েছে।

আজ রোববার ২৯ মে থেকে ২ মে পর্যন্ত পাঁচ দিন ব্যাপি চলমান এ প্রশিক্ষণে উপজেলার পাঁচটি সমবায়ের মোট ২৫ জন বেকার যুবক যুবতী অংশগ্রহণ করছেন।

আরও পড়ুন