২৮ অক্টোবর ২০২৫

মানুষের সহায়তায় রাষ্ট্রের সকল দরজা খুলে রেখেছেন প্রধানমন্ত্রী : শিক্ষা উপমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদক  »

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সাধারণ মানুষকে খাবার ও অর্থ সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সকল দরজা খুলে দিয়েছেন। সবার জন্য যতটুকু সম্ভব সুযোগ-সুবিধা তিনি রাষ্ট্র থেকে দিচ্ছেন। তার প্রতিদান হিসেবে আমাদেরও কিছু দিতে হবে। আমরা শুধু যাতে সবসময় মাস্ক পরি। এটিই হবে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের উপহার।  

শনিবার (১৭ জুলাই) নগরীর লালখান বাজারে শহীদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার (নগদ অর্থ ও চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চান এই সময়ে আমরা যতটুকু সম্ভব লকডাউন মেনে চলি এবং ঘরে থাকি। তারপরেও  লকডাউন মেনে না চলি, তাতে যদি করোনায় আক্রান্ত হয়ে পরিবারের কর্মক্ষম লোকটি দুর্ঘটনায় পড়তে পারে। তখন সারাজীবন আপসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। তখন পুরো পরিবারকেই পথে বসতে হবে।  

ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকী আহমেদ, পেশাজীবী নেতা আমজাদ হাজারী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ দেলোয়ার হোসেন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন