২৮ অক্টোবর ২০২৫

মানুষ চিকিৎসা পাচ্ছেন বলেই ক্রমান্বয়ে করোনা নিয়ন্ত্রণে আসছে : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

করোনার শুরুতে চট্টগ্রামে রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে অনেক প্রতিকূলতা, সীমাবদ্ধতা ছিল। আইসিইউ, ভেন্টিলেটরসহ যে সুবিধাগুলোর অপ্রতুলতা ছিল, আমরা সেই সংকট সমাধান করতে সক্ষম হয়েছি। মানুষ চিকিৎসা পাচ্ছেন বলেই করোনা ক্রমান্বয়ে নিয়ন্ত্রণে আসছে। সংক্রমিত মানুষের সংখ্যা লক্ষাধিক পার হলেও মৃত্যুর হার কমছে। যুক্তরাষ্ট্রে লক্ষাধিকের উপরে মারা গেছে। এতেই প্রমাণিত হয়, দেশে এখনো নিয়ন্ত্রণে আছে, এটা প্রমাণ করে আমরা সচেতন আছি, অন্যান্য দেশ থেকে আমরা সামাজিকভাবে এগিয়ে আছি।

বৃহস্পতিবার (২ জুলাই) নগরীর হালিশহরে অবস্থিত ‘করোনা আইসোলেশন সেন্টারে’ একটি অত্যাধুনিক এক্সরে মেশিন উপহার দিয়েছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি বাংলাধারাকে জানান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আমাদের করোনা আইসোলেশন সেন্টারের জন্য চার লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক এক্সরে মেশিন উপহার দিয়েছেন। এখন থেকে আমরা করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের মূহুর্তের মধ্যেই এইচআরসিটি-চেস্ট (HRCT-Chest) পরীক্ষা করিয়ে করোনা সংক্রমনের বিষয়ে ধারনা পাবো এবং উপসর্গে ভোগা রোগীদের সরাসরি ভর্তি নিতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু সহ নগর পুলিশের পাঁচলাইশ জোনের এসি দেবদূত মজুমদার এবং করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফ এইচ খান স্বপন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন