৪ নভেম্বর ২০২৫

মায়ামির সঙ্গে শুরু হলো বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়কের পথচলা

ইন্টার মায়ামির সঙ্গে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়কের তিন বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। শনিবার মধ্যরাতে (বাংলাদেশ সময়) মায়ামির দর্শকদের সামনে হাজির হন এই মহাতারকা। এরপরই করেন কাঙ্ক্ষিত সেই মন্তব্য, ‌‘হ্যাঁ বন্ধুগণ, মায়ামিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে!’

এদিন প্রথমবারের মতো গোলাপি জার্সি গায়ে জড়িয়ে ক্লাব সমর্থকদের সামনে হাজির হন মেসি। পেছনে বাজছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন দলের উদযাপন সংগীতে পরিণত হওয়া ‘মুচাসোস’-এর সুর। এরপরই হাস্যেজ্জ্বল মেসি স্প্যানিশ ভাষায় মায়ামিতে দেখা হচ্ছে বলে সবাইকে জানিয়ে দেন। ক্লাবটিতে তিনি থাকবেন আগামী ২০২৫ সাল পর্যন্ত।

আজ (১৬ জুলাই) আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ক্লাব সদস্য ও সমর্থকদের সঙ্গে মেসিকে পরিচয় করিয়ে দেবে মায়ামি কর্তৃপক্ষ। পরিচয় পর্বের পর হবে বিশেষ অনুষ্ঠান। বিশ্বখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করবেন। গণমাধ্যমের গুঞ্জন, শিল্পী তালিকায় রয়েছেন মেসির অতিপরিচিত একজন, পপ গায়িকা শাকিরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পরিবার নিয়ে মায়ামিতে পা রাখেন মেসি। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই লিগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুস আজুলের বিপক্ষে তাকে প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ