বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তাপস মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ তম ব্যাচের ছাত্র ছিলেন ডা. তাপস মিত্র।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টার দিকে নগরীর মেহেদীবাগস্থ বেসরকারি ম্যাক্স হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে শনিবার সকালে চকবাজার মৌসুমী আবাসিকের নিজ বাসায় মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে ম্যাক্স হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে অধ্যাপক ডা. তাপস মিত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা।
বিএমএ নেতৃবৃন্দ ডা. তাপসের মত একজন গুনী ক্যান্সার বশিষেজ্ঞের অকাল মৃত্যুতে চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবার অপূরণীয় ক্ষতি বলে মনে করেন।
বিএমএ নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ডা. তাপস মিত্র ছিলেন চমেক হাসপাতালে এবং তার ব্যক্তিগত চেম্বারে রোগীদের সাথে তার অমায়িক ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে চট্টগ্রামের জনসাধারণের মন জয় করে নিয়েছিলেন।
নেতৃবৃন্দ মনে করেন, যেখানে চট্টগ্রামে ক্যান্সার বিশেষজ্ঞের স্বল্পতা সেখানে ডা. তাপস মিত্রের অকাল প্রায়ণ চট্টগ্রামবাসীর জন্য অপুরণীয় ক্ষতি। ডা. তাপস মিত্রের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/এএ













