বাংলাধারা ডেস্ক»
ঠিক এক বছর আগে ফেসবুক মৃত ঘোষণা করেছিল বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে। এবার স্বয়ং নিজেই জানালেন তার মৃত্যুর সংবাদ! খবরটি শুনে চমকে গেলেন? চমকে যাওয়ারই মতো খবর।
নিজের মৃত্যুর সংবাদ সেটা নিজেই কিভাবে জানায়? হ্যাঁ, বিষয়টি অবাস্তব হলেও সত্যি।
শনিবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তথ্যটি প্রকাশ করেন তসলিমা নাসরিন।
ফেসবুকে তিনি লিখেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে।’ ঠিক কী কারণে এবং কেন এই পোস্ট দিলেন তা নিয়ে চলছে তোলপাড়।
ইতোমধ্যে তার পোস্টে অনেকেই কমেন্ট করছেন। আশিক কে ব্যানার্জি কমেন্টে লিখেছেন, শুধু আপনার নয়, গতবছরের ৩৬৫দিনের যে কোন একদিন আমাদের সম্ভাব্য মৃত্যুদিন পেরিয়ে এসেছি। এ বছর বা পরের বছর কিংবা তারও পরের কোন এক বছরে সেই দিন আমাদের মৃত্যু হবে – কার কবে সেটা যদিও অজানা – সুতরাং চিন্তার কোন ব্যাপারই নেই। এগিয়ে চলুন।
তবে বিখ্যাত মানুষদের ফেক মৃত্যুর খবর ছড়িয়ে একটা ‘স্যাডিস্ট’ প্লেজার ডিরাইভ করেন অনেকে, করতে দিন। যত বার ওরা মারবে আপনাকে, ততবার ওরা নিজেরা মরবে।
তন্দ্রা ভট্টাচার্য লিখেছেন, এসব কী বলছো গো? ভালো লাগে না বাজে কথা। নতুন বছরে খুব ভালো থাক গো।
তাপসী বোস মিত্র লিখেছেন, এমন ঠাট্টা কোরো না, তাতে যারা নর্দমা তৈরি করতে অভ্যস্ত, তাদের পুতিগন্ধময় শব্দ ছড়িয়ে থাকবে কমেন্টবক্সে।
এমডি শামসুল ইসলাম লিখেছেন, আপনি বেঁচে থাকুন আমাদের মাঝে প্রিয় সত্যবাদী লেখক। ৬১ বছর বয়স অব্দি অন্তত একজন লেখক দেখলাম যিনি সত্য কথা লিখতে পারেন।
এমডি ফাহাদ লিখেছেন, এটা কেমন মৃত্যু যে মৃত্যুর পরেও পোস্ট করা যায়।
আল আমিন মেহেদী লিখেছেন, আপনার মৃত্যু ক’বার হলো ?
এমনো শত শত কমেন্ট ভরে গেছে তার পোস্টে।