২৫ অক্টোবর ২০২৫

মার্কিন কারাগারে পাবলো এস্কোবারের প্রতিদ্বন্ধীর মৃত্যু

আন্তঃর্জাতিক ডেস্ক»

কলম্বিয়ার আলোচিত ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের অন্যতম প্রতিদ্বন্দ্বী “কালি কার্টেলের” প্রধান  গিলবার্তো রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের একটি কারাগারে মারা গিয়েছেন।

এক সময় গিলবার্তো বিশ্বের কোকেন বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করতেন। মাদক সম্রাট পাবলো এসকোবারের সাথে ছিলো ব্যবসায়িক প্রতিযোগিতা।

১৯৯৫ সালে গ্রেফতার হোন ডন গিলবার্তো রদ্রিগেজ। প্রথমে কলাম্বিয়া জেলে থাকলেও ২০০৪ সালে তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। তাঁর পরিবার বলেছে, গত মঙ্গলবার অসুস্থ হয়ে সেখানে তিনি মারা যান।

১৯৯৩ সালে কলাম্বিয়ার মেডেলিন কার্টেলের ডন পাবলো এসকোবার পুলিশের হাতে নিহত হওয়ার পর কোকেন বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ পায় গিলবার্তো রদ্রিগেজের কালি কার্টেল।

আরও পড়ুন