বাংলাধারা ডেস্ক »
মার্কিন বিমান হামলায় ইরাকের আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবি গোষ্ঠীর ২৬ যোদ্ধা নিহত হয়েছেন। বাগদাদের মার্কিন ঘাঁটিতে রকেট হামলায় মার্কিন সেনাসহ তিনজন নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই সেখানে এই হামলা চালান হলো।
বৃহস্পতিবার সিরিয়া সীমান্তের নিকটবর্তী আনবার প্রদেশে ইরাকি মিলিশিয়াদের একটি ঘাঁটিতে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এ হামলায় ২৬ ইরাকি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে তাৎক্ষণিকভাবে তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ইরাকের মার্কিন সামরিক জোটের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি ইরাক সরকারও।
এর আগে বুধবার ইরাকের তাজি ঘাঁটিতে ছোড়া রকেট হামলায় ব্রিটিশ ও মার্কিন সেনাসহ নিহত হয় তিনজন। এদের মধ্যে একজন মার্কিন কনট্রাক্টর, একজন ব্রিটিশ সেনা ও অন্যজন মার্কিন সেনা বলে জানা গিয়েছে। ওই রকেট হামলায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। বাগদাদের উত্তর অংশে অবস্থিত তাজি ঘাঁটিতে ৬ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে যারা ইরাকি সেনাদের সামরিক প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকে।
তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
বুধবার স্থানীয় সময় রাত সাড়ে সাতটা নাগাদ এই হামলা চালানো হয়। একটি টুইটে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস বলেন, এটা নিশ্চিত যে তাজি ঘাঁটিতে সেনাদের লক্ষ্য করে অন্তত ১৫টিরও বেশি ছোট রকেট ছোঁড়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে। তারপর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তাৎক্ষণিক ভাবে পাল্টা হামলারও বার্তা দেয় ইরান। এমনকি ওই মাসেই ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার রকেট হামলা চালায় ইরান। ওইসব হামলায় শতাধিক মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছিল তেহরান। তবে যুক্তরাষ্ট্র ওই দাবি উড়িয়ে দিয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













