২৩ অক্টোবর ২০২৫

মালদ্বীপে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত সন্দ্বীপ এর সন্তান তরুণ আইনজীবী অর্ক রায়

বাংলাদেশের তরুণ শিক্ষানবিশ আইনজীবী ও আইনবিষয়ক লেখক অর্ক রায় অর্জন করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি। সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত মানবিক সম্প্রীতি সম্মেলন ও আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৫-এ তিনি ‘ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি’-তে সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৯ অক্টোবর মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে। আয়োজন করে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ও প্রথমা বিজনেস ইনোভেশন ফোরাম।

আয়োজকদের মতে, সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় অর্ক রায়ের অবদান অনন্য। বিশ্বের ৩৩টি দেশের মনোনীত প্রার্থীর মধ্যে থেকে তাঁকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকারকর্মী, সমাজকর্মী ও কূটনৈতিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 আয়োজক কমিটির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, “Mr. Aurka Roy has been honored for his invaluable contribution in promoting human harmony, justice, and peace through his legal writings and social awareness works.”

অর্ক রায় নিয়মিতভাবে Independent24.tv-এ আইন ও ন্যায়বিচার বিষয়ে লেখালেখি করছেন। তাঁর লেখায় সাধারণ মানুষ সহজ ভাষায় আইনের জটিল বিষয়গুলো বুঝতে পারেন। তিনি বলেন, “আইন ভয়ের নয়, এটি মানুষের সুরক্ষার প্রতীক। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”

তাঁর এই অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। আয়োজকরা জানান, এই পুরস্কার শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং ৩৩টি দেশের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার এক প্রতীকী উদযাপন।

আরও পড়ুন