বাংলাধারা ডেস্ক »
মালয়েশিয়ায় রবিবার (২২ সেপ্টেম্বর) ২৪ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাইবুলুর সবজি বাগান ও পাম বাগানে ১৬০ জনের নেতৃত্বে ব্যাপক অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ। এসময় বিভিন্ন দেশের দেড় শতাধিক অভিবাসীকে আটক করে তারা।
ঘুমের মধ্যে এই অভিযানে অনেকেই দিকবিদিক ছুটে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে গ্রেফতার করা হয় বাংলাদেশের ২৪, ইন্দোনেশিয়ার ১৯, মায়ানমারের ৪ এবং নেপালের ১ জনকে।
আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে সেলাংগার ইমিগ্রেশনে রাখা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













