৪ নভেম্বর ২০২৫

‘মাসুদ রানা’ হচ্ছেন রাসেল রানা

বাংলাধারা বিনোদন »

‘মাসুদ রানা’ সিনেমায় রূপ নিতে যাচ্ছে। এ বছর ‘জাজ মাল্টিমিডিয়া’ ২টি মাসুদ রানা সিনেমা করবে । একটির প্রোডাকশন হবে বাংলাদেশের ‘কে হবে মাসুদ রানা’র চ্যাম্পিয়ন রাসেল রানা কে নিয়ে। আরেকটি হবে হলিউড থেকে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ‘জাজ মাল্টিমিডিয়ার’ ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ তথ্য পাওয়া যায়।

ফেসবুক পোস্ট থেকে আরো জানা যায়, যে ‘মাসুদ রানা’ সিনেমাটি হলিউড থেকে হবে – সেটার সব কিছু লক করা আছে। তবে হলিউড প্রযোজকের অনুমতি ছাড়া এককভাবে কোন কিছু শেয়ার করা এখন সম্ভব না। খুব শীঘ্রই ভালো খবর জানাতে পারবেন বলে আশা করছেন তারা এবং এটিও নিশ্চিত করেন যে বাংলাদেশ থেকে ‘মাসুদ রানা’ আরেকটি করছে ‘জাজ মাল্টিমিডিয়া’।

এছাড়াও ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার আয়োজকদের সাথে জাজের দূরত্ব বাড়লেও যারা প্রতিযোগী ছিলেন তাদের সাথে জাজের দূরত্ব কখনোই ছিলো না বলে উল্লেখ করা হয় সেখানে।

শুধু রাসেল রানাকেই জাজ নিচ্ছে না, টপ টেন থেকে আরো কয়েকজনকে জাজ বিভিন্ন সিনেমায় সুযোগ দিচ্ছে বিভিন্ন চরিত্রে ।

উল্লেখ্য, এপ্রিলে শুরু হবে ‘মাসুদ রানা’র শুটিং। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। অভিনয় ও ড্যান্সের উচ্চতর ট্রেনিং নিতে রাসেল রানাকে ভারতে পাঠিয়েছে জাজ। বর্তমানে রাসেল রানা ভারতে অবস্থান করছেন।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন