বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাস আতঙ্কে দেশে বেড়েছে মাস্কের চাহিদা। আর মাস্কের এই বাড়তি চাহিদাকে পুঁজি করে বাড়তি দাম রাখছেন দোকানদাররা। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তিন দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বাজার তদারকিমূলক অভিযানে এসব জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মাস্কের বাড়তি দাম রাখায় আন্দরকিল্লা এলাকায় তাজ সায়েন্টিফিককে ১২ হাজার টাকা, জনৈক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে হাজারী লেনের চিন্ময় ড্রাগ হাউসকে ৫ হাজার টাকা এবং বায়েজিদ থানার বায়েজিদ বোস্তামী সড়কের আলী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম
				












