চন্দনাইশ প্রতিনিধি »
জাতীয় শোক দিবস উপলক্ষে মাস্টার কামাল উদ্দীন আহমেদ স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে দুপুরে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধবিষয়ক বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) উপজেলার সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মিলনায়াতনে সংগঠনের চেয়ারম্যান মমতাজ উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি এড. এসএম সিরাজদৌল্লা। প্রধান বক্তা ছিলেন শিক্ষক হুমাযুন কবির। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন খোরশেদ উদ্দীন আহমেদ মিন্টু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন, চন্দনাইশ স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক দিদারুল হক দস্তগীর।
ছাত্রলীগ নেতা এসএম রাশেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যথাক্রমে সাংবাদিক আজিমুশ শানুল হক দস্তগীর, মাঈন উদ্দীন, যুবলীগ নেতা কুতুব উদ্দীন, মাহবুবুল আলম রিপু, মেম্বার ফজল আহমদ, সালেহ আহমদ আনসারী, জসিম উদ্দীন, মুন্সি মিয়া, মো. ফারুক, হাবিবুর রহমান, তোফায়েল আহমদ, মো. শাহজাহান, বরকল আলী, হাসি মিয়া, মো. মামুন উদ্দীন প্রমুখ।