২৯ অক্টোবর ২০২৫

‘মাস্টার কি’ দিয়ে সিএনজি চুরি, দুই চোর ধরা

বাংলাধারা প্রতিবেদক »

নগরের আকবরশাহ থানার শহীদ লেইন লাল দোকানের সামনে থেকে চুরি হওয়া সিএনজি রাউজান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি ‘মাস্টার কি’ উদ্দার করা হয়েছে। যা দিয়ে স্টার্ট হয় যেকোনো সিএনজি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে রাউজান থানার রমজান আলীর হাট চৌরাস্তা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সেজনা দীঘি এলাকার আব্দুল খালেকের ছেলে মো. রুবেল (৩০) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে মো. রমজান আলী (৩৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা ও নগরের সিএনজি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় ৪টি করে মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর

বলেন, ‘সিএনজি অটোরিকশা চালক সৈয়দ হোসেন বুধবার দুপুরের খাবার খেতে পাশের শহীদ লেইনের বাসায় যান। প্রায় ১ ঘণ্টা পর ফিরে এসে সিএনজি অটোরিকশা না পেয়ে তিনি সিএনজি অটোরিকশার মালিক নাজমুল হাসানকে জানান। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আকবরশাহ্ থানার একটি মামলা হয়।’

তিনি বলেন, ‘আকবরশাহ্ থানা পুলিশের একটি টিম বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে টানা ১০ ঘণ্টা অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাউজান থানার রমজান আলীর হাট চৌরাস্তা মোড় থেকে সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে।’

‘এ সময় তাদের কাছ থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। সিএনজি অটোরিকশার ৪টি মাস্টার চাবি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা মাস্টার চাবি দিয়ে যেকোনো সিএনজি অটোরিকশা স্টার্ট দেওয়া যায়।’- যোগ করেন তিনি।

আরও পড়ুন