বাংলাধারা স্পোর্টস »
তিন দলকে নিয়ে মিরপুরে আজ শুরু হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। উদ্বোধনী দিনে মাহমুদউল্লাহ একাদশ মুখোমুখি নাজমুল একাদশের। আগে ব্যাটিং করে মাহমুদউল্লাহর দল নাজমুলের হোসেনের দলকে ১৯৭ রানের লক্ষ্য দেয়। মিরপুরে পেসারদের তাণ্ডবে ৪৭.৩ ওভারে ১৯৬ রানে অলআউট মাহমুদউল্লাহ একাদশ। জয়ের জন্য ছোট একটি লক্ষ্যই পেয়েছে নাজমুলের দল।
টস হেরে ব্যাটিং যাওয়া মাহমুদউল্লাহ একাদশ শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে । দলীয় ১৭ রানে ওপেনার নাঈম শেখ ৯ রানে করে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন। এরপর মুমিনুল, লিটন দাস দ্রুত বিদায় নিলে বিপদ বাড়ে দলের। চতুর্থ উইকেটে ইমরুল ও মাহমুদউল্লাহর ৭২ রানের জুটি কিছুটা স্বস্তি এনে দিয়েছে, কিন্তু তা যথেষ্ট ছিল না।
দারুণ শুরু করলেও ইমরুল ৫০ বলে ৪০ রান করে বিদায় নেন। ব্যাটিং ব্যর্থতার মিছিলে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ। আল আমিন হোসেনের বলে বাউন্ডারি মেরে এই মাইলফলকে পৌঁছান অধিনায়ক বাংলাদেশের টি- টোয়েন্টি অধিনায়ক। ৮০ বলে ৩ চার ও ১ ছক্কায় সাজানো তার ৫০ রানের ইনিংসটি। দলের ব্যাটিং বিপর্যয়ে অধিনায়কোচিত ইনিংস খেলে দলের স্কোর কিছুটা সমৃদ্ধ করেছেন। মুকিদুল ইসলামের বলে আউট হওয়ার আগে ৮২ বলে ৫১ রান করে নিজের ভুলে সাজঘরে ফেরেন ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান। একই ওভারে লেগ স্টাম্পের বাইরে বল ফ্লিক করতে গিয়ে মুকিদুলকে রিটার্ন ক্যাচ দেন সাব্বির। আউট হওয়ার আগে খেলেছেন ২৫ বলে ২২ রানের ইনিংস।
সাব্বিরের বিদায়ের পর যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার রাকিবুল ছোট একটা ইনিংস খেলেই একটু মুগ্ধতা ছড়িয়েছেন। মাত্র ১৫ রানের ইনিংসে ছিল ২টি দৃষ্টিনন্দন চারের মার। নবম উইকেটে আবু হায়দারকে সঙ্গী করে রাকিবুল ২০ রানের জুটি গড়েন। নাজমুল একাদশের বোলারদের মধ্যে ছন্দময় বোলিং করেছেন মকিদুল । ৯ ওভারে ৪৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি।
দুইদিনের দুই প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত তাসকিনকে সাদা বলে পাওয়া যায়নি। শুরুর দিকে তার লাইন-লেংথ ছিল এলোমেলো। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেকে একটু মানিয়ে নিয়েছেন ডানহাতি পেসার। ১০ ওভারে ৩৭ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। আল আমিনও সমান দুই উইকেট নিয়েছেন ৪০ রান খরচায়। পঞ্চম বোলার হিসেবে সৌম্য তিন বল করে ১ রান দিয়ে তুলে নেন শেষ উইকেটটি।
বাংলাধারা/এফএস/ইরা













