২৯ অক্টোবর ২০২৫

মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়: পরীমনি

বিনোদন ডেস্ক »

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে বুঝাই যাচ্ছে যে বর্তমানে মাতৃত্ব উপভোগ করছেন এই অভিনেত্রী। একের পর এক ছবি শেয়ার করছেন আর ভক্তরাও বেশ পছন্দ করে তার ছবি।

বুধবার (৮ জুন) পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বামী অভিনেতা রাজের সঙ্গে ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কি যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’

পরীর ছবিতে অফ হোয়াইট ড্রেসে তার বেবি বাম্প দৃশ্যমান। সবুজে ঘেরা পরিবেশে রাজের বুকে মাথা রেখে নিশ্চিত মনে বসে চোখ বুঝে আছেন। সেই সঙ্গে রাজ তার পরীর কপালে আলতো করে চুমু একে দিচ্ছেন।

ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও পরীমনি তার ছবির কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন। তবুও তার ভক্তরা সেই ছবি শেয়ার করে তাদের ও অনাগত সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন