২৪ অক্টোবর ২০২৫

মায়ের চিকিৎসায় ৬ লাখ টাকা অনুদান পেলেন মামুন

বান্দরবান প্রতিনিধি »

ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা জন্য ৬ লাখ টাকা অনুদান পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম মামুন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পার্বত্য মন্ত্রী নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে মায়ের চিকিৎসার জন্য মামুনের নিকট নগদ অর্থ প্রদান করেন।

এসময় পার্বত্য মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকার চেক ও ব্যবসায়ী সমিতি থেকে ৪ লাখ টাকাসহ মোট ৬ লাখ টাকা অনুদান আর্থিক অনুদান প্রদান করা হয় মো. আনোয়ারুল ইসলাম মামুনের হাতে।

বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং ওয়ার্ড এর বাসিন্দা মো. নুরুল ইসলাম (৬০) এর একমাত্র পুত্র মো. আনোয়ারুল ইসলাম মামুন বান্দরবান সরকারী কলেজের অর্নাস ৩য় বর্ষের ছাত্র।

ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য নিজের সামর্থ্যের সবটুকু করার পরেও সুস্থ হয়নি তার মার সর্বমোট ১৪ লাখ টাকা খরচ হয়েছে। তার মায়ের চিকিৎসায়, চিকিৎসায় নিজের ব্যক্তিগত ৮ লাখ টাকা ছাড়া বাকিটা করেছেন ধার।

মাকে বাচাঁতে আকুল মামুন মায়ের উন্নত চিকিৎসার জন্য নিরুপায় হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেইসবুক আইডি থেকে ‌‘নিজেকে দশ বছরের জন্য বিক্রির ঘোষণা দেন’ তার এই হৃদয় বিদারক পোস্টটি নজরে আশে গণমাধ্যম কর্মীদের। গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়, এতে বিষয়টি নজরে আনেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

এসময় জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, কাঞ্চন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত,প্যানেল মেয়র শেখর দাশ সহ অঅঙ্গসংগঠনের নেতাকর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন