বাংলাধারা প্রতিবেদক »
নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সাথেই রয়েছে একটি খাবারের ক্যান্টিন। হাসপাতালে ভর্তি রোগীরা এবং আগত স্বজনদের অনেকেই খাবার খায় ওই ক্যান্টিনে। তবে পরিবেশই ঠিক নেই ক্যান্টিনের। এর ওপর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করে বেচে তারা। যেন হাসপাতালের ক্যান্টিনই ‘অসুস্থ’। চসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে দেখতে পায় এমন সব চিত্র।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এদিকে, একই এলাকার আল সাফী হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযানে গিয়ে অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একই সাথে সংরক্ষণ করার প্রমাণ পেয়েছে ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল ক্যান্টিনে অভিযানকালে নোংরা পরিবেশ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় এবং অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একই সাথে সংরক্ষণ করার অপরাধে আল সাফী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।













