২৩ অক্টোবর ২০২৫

মা বাঁচলেন, দাদি বাঁচলেন, হারিয়ে গেল সেই ৬ মাসের সেহেরিশ

মায়ের কোল থেকে খালে তলিয়ে গেল শিশু, এখনো মিলেনিই খোঁজ

চট্টগ্রামের চকবাজার কাপাসগোলা এলাকায় সামান্য বৃষ্টিতে খাল আর রাস্তায় ফারাক থাকল না। আর তাতেই হারিয়ে গেল একটি জীবন। মায়ের কোলে বেড়াতে এসে মৃত্যুর পথে হারিয়ে গেল মাত্র ৬ মাসের শিশু সেহেরিশ। সময় গড়িয়েছে ৬ থেকে ৭ ঘণ্টা, একে একে তোলা হয়েছে ময়লার স্তূপ, ডুবুরি দল ব্যর্থ নয়নে ফিরেছে বারবার, তবু ফিরেনি ছোট্ট সেই প্রাণটা।

শুক্রবার(১৮এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে নগরের চকবাজার কাপাসগোলা সড়কে প্যাডেলচালিত রিকশা থেকে খালের পানিতে পড়ে যায় মা, দাদি ও শিশু। স্থানীয়দের চেষ্টায় মা ও দাদিকে উদ্ধার করা গেলেও নিখোঁজ শিশুটিকে এখনও (নিউজটি লিখা অব্দি) খুঁজে পাওয়া যায়নি। চরম দুর্ভাগ্য এই শিশুটি ছিল আত্মীয়ের বাসায় বেড়াতে আসা এক অতিথি। যে অতিথি ফিরলো না জীবিত হয়ে, হয়তো ফিরবে নিথর হয়ে!

স্থানীয়দের দাবি, নালার পাশে বাঁশের একটি ব্যারিকেড ছিল, যা কিছুদিন আগে ‘খাল পরিষ্কারের’ অজুহাতে তুলে ফেলা হয়। আজকের হালকা বৃষ্টিতে রাস্তায় পানি জমে খালের সঙ্গে একাকার হয়ে যায়, আর তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ক্ষুব্ধ এলাকাবাসী বলছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা আর উদাসীনতাই এই মৃত্যুর দায়ী।

ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান চসিক মেয়র ডা. শাহাদাত। তিনি ডুবুরি দলের তৎপরতা বাড়াতে নির্দেশ দেন, শিশুর পরিবারকে সান্ত্বনা জানান এবং উদ্ধারকারী দলের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন। তিনি প্রতিশ্রুতি দেন, অরক্ষিত নালার পাশে দ্রুতই নিরাপত্তা ব্যারিকেড বসানো হবে।

চট্টগ্রামে এমন ঘটনা যেন প্রতিবছরই ঘটে। বর্ষা এলেই শুরু হয় মৃত্যুর মিছিল। নগরের অরক্ষিত নালা আর অদক্ষ ব্যবস্থাপনার মাঝে হারিয়ে যায় অমূল্য প্রাণ। এই শিশুটির নিখোঁজ হওয়া যেন সেই চিত্রেরই নির্মম পুনরাবৃত্তি।

শিশুটি যদি জীবিত না-ও থাকে, অন্তত তার নিথর দেহটুকু যেন মায়ের কোলে ফিরে আসে—এ প্রার্থনায় ডুবে আছে পুরো নগরবাসী।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন