২৩ অক্টোবর ২০২৫

মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠিত

মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ মাসের জন্য আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে জামশেদ আলম বাবুকে আহবায়ক, মো. সরোয়ার হোসেন, মো. আলতাফ হোসেন, মো. আবু নোমান, আরিফুল ইসলাম, তাসকিন হোসেন স্বাধীন, মো. ইমতিয়াজ, সাহেদুইল ইসলাম সাহেদ, মো. ওসমানকে যুগ্ম আহবায়ক ও ১৪ জনকে সদস্য করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এদিকে নবগঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ নভেম্বর) বিকালে বোর্ড অফিস বাজারে ছাত্রলীগের নেতাকর্মীরা এ মিছিলের আয়োজন করেন। এরপর ছাত্রলীগ নেতৃবৃন্দরা ১০ নং মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাশেমের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সদস্য মো. শামিম, মো. সজল, অভি দেসহ মিঠানালা ইউনিয়নের নবগঠিত কমিটির সকল সদস্য, ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জামশেদ আলম বাবু বলেন, দীর্ঘ ১ যুগ পরে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমাকে আহবায়ক করায় মিরসরাইয়ের অভিভাবক চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সার্বিক তত্বাবধানে ও উপজেলা ছাত্রলীগের নির্দেশে আগামী নির্বাচনে কাজ করে যাবো।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন,দীর্ঘ প্রায় ১ যুগ পর মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী ৩ মাসের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের আগামির নৌকার কাণ্ডারি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালি করার জন্য কাজ করবে।

আরও পড়ুন