প্রেমালয়
তোমায় নিয়ে হয়না কোনো কবিতা
হয়না কোনো সুর-ছন্দে লেখা গান,
তোমায় পেয়েছি হৃদমাজারে;
তিলোত্তমা তুমি
আমার ভুবনে পবিত্র তীর্থস্থান।
কল্পনাতে হয়না জীবন, আল্পনাতে ক্ষয়,
গুনে ধরা কাঠ কী বন্ধু,
আবার জোড়া লয়?
চিরজনম ঠিকে না প্রাসাদ-
তাজমহলও নয়,
মমতাজকে বুকে ধরে শাহজাহানের জয়।
আমার হয়ত নাইকো প্রাসাদ,
নাইকো হারাবার ভয়;
তোমায় নিয়ে গড়বো বন্ধু
প্রেমের আলয়।
সংশয়
সহজেই যারে ভাল লাগে
সহজ কি সে হয়?
কঠিন করে পাওয়া ভাল
কঠিন যদিও তা নয়।
কপালগুনে গোপাল ভাল
ঠাকুর যদিও সে নয়,
আমার কপাল এমনি পোড়া
সোনা পেলেও ক্ষয় হয়।
অনেক করেছি সাধন-ভজন
অনেক করেছি জয়,
পারিনি শুধুই নিজেরে গোছাতে
তাই এতো সংশয়।
সামনে যতই চেয়েছি এগোতে
পেছনে পড়েছি শুধু,
পিপাসা যতই মিটাতে চেয়েছি
মরুভূমি দেখি ধূ-ধূ।
লেখক : শিক্ষক- হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম













