১৮ ডিসেম্বর ২০২৫

মিতু হত্যা মামলার আসামি আনোয়ারকে জামিন দেয়নি আদালত

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি আনোয়ার হোসেনকে জামিন দেয়নি আদালত।

সোমবার (০৭ মার্চ) সকালে একটি ফৌজদারি মিস মামলায় জামিনের আবেদন করলে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান জামিন না মঞ্জুর করে পুনরায় কারাগরে পাঠানোর নির্দেশ দেন।

আসামি আনোয়ার চট্টগ্রামের ফটিকছড়ির রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা এবং ২০১৬ সালের ২৬ জুন থেকে কারাগারে আছেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘আসামি আনোয়ারের জামিন আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।’

প্রসঙ্গত, উচ্চ আদালত আগামী ৬ মের মধ্যে মিতু হত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল গত ৪ ফেব্রুয়ারি।

মামলার আরেক আসামি মোতালেব মিয়া ওরফে ওয়াসিমের করা জামিন আবেদনের শুনানির সময় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এ সময় আদালত ৬ মে পর্যন্ত জামিনের আবেদনটি মুলতবি করে রাখেন।

ওয়াসিম গত ২ ডিসেম্বর হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তখন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। সেই নির্দেশের পর ৪ ফেব্রুয়ারি একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। প্রতিবেদনে করোনা মহামারী পরিস্থিতির কারণে তদন্তের আশানুরূপ উন্নতি না হওয়ায় আরও সময় চাওয়া হলে আদালত সময় মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এ ঘটনায় বাবুল আক্তার পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর এ মামলার তদন্ত পুলিশ থেকে পিবিআই-এর হাতে যায়। কিন্তু এখনও মামলার তদন্ত শেষ হয়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ